শিশুদের টিকাদানে সক্ষমতা আরও বাড়াবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে সবার আগে স্মার্ট নাগরিক প্রয়োজন। আজকে যারা শিশু আগামী দিনে তারাই স্মার্ট নাগরিক। শিশুদের শতভাগ টিকার আওতায় আনা হবে। এ জন্য টিকাদানে ডিএনসিসির সক্ষমতা আরও বাড়ানো হবে।’

সোমবার (২৯ এপ্রিল) ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনে টিকা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র বলেন, ‘শিশুদের যদি যথাসময় টিকা দেওয়া সম্ভব হয় তাহলে ছোট থেকেই তার সুস্থ সবল থাকবে। এর জন্য যদি সিটি করপোরেশনের আরও ভ্যাকসিনেটর প্রয়োজন হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।’

শিশুদের টিকাদানে সক্ষমতা আরও বাড়াবে ডিএনসিসি

তিনি আরও বলেন, ‘এক সময় এ দেশে টিকাদান কার্যক্রম চালানো অনেক কঠিন ছিল। টিকাদানে বাংলাদেশ আজ সফলতা অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্জন করেছেন ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের সফলতা।’

অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইমা ব্রিংহাম, ডব্লিউএইচও’র টিম লিডার-আইভিডি ডা. রাজেন্দ্র বহরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমএ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।