থাইল্যান্ডে গভর্নমেন্ট হাউজে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৬ এপ্রিল ২০২৪

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানো হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) গভর্নমেন্ট হাউজে পৌঁছালে শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন অভ্যর্থনা জানান।

এরপর সেখানে থাই কুহ ফাহ ভবনের সামনের উন্মুক্ত স্থানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এসময় থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। এছাড়া গভর্নমেন্ট হাউজের অতিথি বইতে সই করেন শেখ হাসিনা।

এর আগে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন।

এই দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এরপর কিছু ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে সেখানে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক নথিতে সই হবে।

গভর্নমেন্ট হাউজ ত্যাগের আগে সেখানে শেখ হাসিনা আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে বুধবার (২৪ এপ্রিল) ছয়দিনের সরকারি সফরে থাইল্যান্ড যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।