ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৫ এপ্রিল ২০২৪

নগরীর নালা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নগরীর জিইসি মোড় থেকে ওআর নিজাম রোডে এ অভিযান চলানো জয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এসময় ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, জিইসি মোড় থেকে ওআর নিজাম রোড এলাকায় রাস্তার দুই পাশে নালা ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।