সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২১ এপ্রিল ২০২৪

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শনিবারের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। একদিন আগে শনিবার যা যশোরে ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

একদিনের ব্যবধানে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলাসয়াস।

রোববার (২১ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রিঢাকাসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমেছে

আরও পড়ুন

প্রায় সারাদেশে গরম চরম আকার ধারণ করেছে। এতে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু অতিরিক্ত গরমের কারণে ছুটি আরও সাতদিন বাড়ানো হয়েছে। একই সঙ্গে তাপদাহের কারণে হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এ মুহূর্তে হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রিঢাকাসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমেছে

রোববার চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে রংপুরেও তাপপ্রবাহ শুরু হয়েছে। চট্টগ্রাম ও সিলেট ছাড়া দেশের বাকি ছয় বিভাগেই তাপপ্রবাহ বইছে।

চলতি সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আরও পড়ুন

শাহনাজ সুলতানা বলেন, রোববার সর্বোচ্চ তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৪২, রাজশাহীতে ৪১ দশমিক ৫ ও কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রংপুর বিভাগের সবগুলো স্টেশনে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে সেখানে তাপপ্রবাহ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২৩ ও ২৪ এপ্রিলের দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আরএমএম/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।