কালবৈশাখী ঝড়

সারাদেশে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন ৭০ হাজার গ্রাহক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

দেশের বিভিন্ন জেলায় বুধবার (১৭ এপ্রিল) রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ১৬টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এখনো ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ক্ষতিগ্রস্ত ১৬টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ৯টিতে শতভাগ বিদ্যুৎ লাইন মেরামত করা হলেও এখনো সাতটির আওতায় প্রায় ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। বিদ্যুৎ বিভাগের কারিগরি টিম বিদ্যুৎ লাইন সচল করতে নিরলসভাবে কাজ করছে। আশা করা যাচ্ছে, সকালের মধ্যেই সব লাইন চালু করা যাবে।

এনএস/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।