রাজধানীতে বাসের ধাক্কায় প্রতিবন্ধীর মৃত্যু


প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৮ এপ্রিল ২০১৬

রাজধানীর ধানমন্ডিতে বাসের ধাক্কায় ইব্রাহিম (৩০) নামে এক প্রতিবন্ধী অটোরিকশা চালক নিহত হয়েছে। সোমবার সকালে ধানমন্ডি ৩ নম্বরে ল্যাব এইডের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী ঝুমুর আকতার জানান, তারা রায়েরবাজার পেট্রেলপাম্পের পাশে ভাড়া থাকেন। পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় স্বামী ইব্রাহিম ডান পা দিয়ে কাজ করতে পারত না। এ কারণে সে ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো।

ঝুমুর আকতার জানান, প্রতিদিনের ন্যায় ইব্রাহিম আজও ভোর ৬ টায় অটো নিয়ে বের হয়। পরে দুর্ঘটনার খবর শুনতে পাই।

স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে ধানমন্ডি ৩ নম্বরে ল্যাব এইডের পাশে বাসের ধাক্কায় গুরুতর আহত হন অটোরিকশা চালক ইব্রাহিম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

ইব্রাহিমের গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখানে। তার পিতার নাম মৃত শামসুল হক। ময়না তদস্তের জন্য নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।