তেজগাঁওয়ে লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৭ এপ্রিল ২০২৪
সংগৃহীত ছবি

ঢাকা থেকে জামালপুরের তারাকান্দি রেলওয়ে স্টেশনে চলাচলকারী ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারের তেজগাঁয়ে লাইনচ্যুত হয় ট্রেনটি।

এতে ঢাকার কমলাপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আপাতত এক লাইনে সামলাতে হচ্ছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। কমলাপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ একটি লাইন দিয়ে চালু আছে। কাজ চলছে। সর্বোচ্চ আধা ঘণ্টার মধ্যে কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এনএস/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।