দুদিন পর মেট্রোরেল চলাচল শুরু, ফিরলো আগের নিয়মে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৩ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

দুদিন বন্ধ থাকার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৭টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ ছিল। পরদিন শুক্রবার (১২ এপ্রিল) ছিল মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। তাই টানা দুদিন বন্ধ ছিল গুরুত্বপূর্ণ গণপরিবহনটি।

আরও পড়ুন

গত ১৬ রমজান থেকে প্রতিদিন এক ঘণ্টা বেশি চলেছে মেট্রোরেল। প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করেছে মেট্রো। এ সময়সূচি গত বুধবার (১০ এপ্রিল) ঈদের আগের দিন পর্যন্ত বহাল থাকবে বলে আগেই জানিয়েছিলডিএমটিসিএল।

এখন আবার মেট্রোরেল আগের সময়সূচি ধরে চলবে অর্থাৎ শেষ রেলটি মতিঝিল থেকে রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।

আরএমএম/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।