পাকিস্তানে ৪ তালেবান নিহত


প্রকাশিত: ০৭:০৯ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্দেহভাজন চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আবিদ মুছহার রয়েছেন বলে জানা গেছে।

মুশাররফ কলোনি এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোরে রেঞ্জার্সের চালানো এক অভিযানে তারা নিহত হন। এ সময় গ্রেনেড বিস্ফোরণে রেঞ্জার্সের এক সদস্য আহত হয়েছেন।

অভিযানে তালেবান সদস্যদের কাছ থেকে একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।