বৃষ্টির বার্তা নেই, গরমে ম্লান হতে পারে ঈদ আনন্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৯ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। তবে ওইদিন ঈদ আনন্দে বাধ সাধতে পারে গরম। দাবদাহ স্বস্তি কেড়ে নিয়ে মানুষের ঈদ আনন্দের দিনটিকে ম্লান করে দিতে পারে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ঝড়-বৃষ্টি শেষে আগামী দু-তিন দিন তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। এসময়টা থাকতে পারে প্রায় বৃষ্টিহীন।

ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে- জানতে চাইলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আগামী দু-তিন দিন বৃষ্টির সম্ভাবনা কম। তবে একেবারে যে হবে না সেটাও বলা যায় না। অনেক সময় স্থানীয়ভাবে সেল (মেঘ) তৈরি হয়ে সেটা থেকে ঝড়-বৃষ্টি হয়ে যেতে পারে। তবে সে সম্ভাবনাটা কম।

ঈদের সময় দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ থাকবে জানিয়ে তিনি বলেন, ব্যাপকভাবে তাপপ্রবাহ থাকবে না। ঈদের দিন ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দেখছি না। আগামী দু-তিন দিন বৃষ্টিপাতের সে রকম কোনো সম্ভাবনা নেই।

ঝড়-বৃষ্টি কেটে গতকাল সোমবার থেকে ফের বাড়ছে গরম। দূর হচ্ছে স্বস্তি, কষ্ট বাড়ছে মানুষের। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবারও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আরএমএম/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।