সদরঘাটের পথে নেই যানজট, স্বস্তি ঈদযাত্রীদের
চলছে শেষ সময়ের ঈদযাত্রা। শেষ দিকে ঘরমুখো মানুষের চাপও বেড়েছে সব অঞ্চলের রুটে। তবে ঢাকার ভেতরে যানজটের ভোগান্তি অনেকটাই কমে এসেছে। যানজট ছাড়াই সদরঘাটে যেতে পারছেন ঘরমুখো ঈদযাত্রীরা। গুলিস্তানসহ বিভিন্ন রুট থেকে নির্বিঘ্নে ও কম সময়েই সদরঘাট পৌঁছুতে পারছেন যাত্রীরা।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সদরঘাট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। জনসন রোড, কোর্ট এলাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সদরঘাটমুখী সড়কগুলোতে যানজট দেখা যায়নি।
যাত্রীরা বলছেন, একসময় ঈদযাত্রায় এই অল্প রাস্তা যেতেই অনেক সময় লাগতো। বিড়ম্বনায় পড়তে হতো। কিন্তু এখন সেটি হচ্ছে না। অনেকটা জ্যাম ছাড়াই ঘাটে পৌঁছানো সম্ভব হচ্ছে।
রিকশাচালক আব্দুর রহমান জাগো নিউজকে বলেন, আগে ঈদ এলে এই রুটে অনেক জ্যাম লাইগা থাকতো। এহন জ্যাম দেখতাছি না। এমন থাকলেই ভালো। আমগোও সুবিধা, যাত্রীগোও সুবিধা।
সিএনজি অটোরিকশার যাত্রী রায়হান মোল্লা বলেন, রাস্তায় তেমন জ্যাম নেই। আমি অফিস শেষ করে সিএনজি এলাম। ভেবেছিলাম গুলিস্তানে জ্যামে আটকা পড়তে হবে। কিন্তু মাত্র ১৫ মিনিটেই পৌঁছে গেছি।
এদিকে, ঈদযাত্রার শেষ দিকে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা ঘরমুখো মানুষের কাছ থেকে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এদিন ঢাকা ছেড়ে যাওয়া বিভিন্ন রুটের বাস যাত্রীদের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া যায়।
আইএইচআর/এমকেআর/এএসএম