সেভ দ্য রোড

দুর্ঘটনামুক্ত পথের জন্য স্পিডগান ব্যবহারের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৮ এপ্রিল ২০২৪

দুর্ঘটনামুক্ত পথের জন্য স্পিডগান ব্যবহারের দাবি জানিয়েছে সেভ দ্য রোড।

সোমবার (৮ এপ্রিল) সংগঠনটির আয়োজনে এক ইফতার মাহফিলে এ দাবি জানানো হয়।

সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, বাগেরহাট শাখা সভাপতি রিয়াদ ইসলাম, মো. মনির, মশিউর রহমান, এসএম রেজাউল করিম, মো. মিরাজ, মো. মাসুম, মো. মিল্টন প্রমুখ।

শান্তা ফারজানা বলেন, নির্মম পথ দুর্ঘটনার অন্যতম কারণ দ্রুতগতি। তাই স্পিডগান ব্যবহার করতে হবে। পাশাপাশি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যারা নিয়ম না মেনে দ্রুতগতিতে পরিবহন চালায়।

এসইউজে/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।