ঈদযাত্রায় জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠা থেকে বিরত থাকুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৪

ঈদযাত্রায় জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠা থেকে বিরত থাকার জন্য ঈদযাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো নৌযাত্রীদের নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী সব গুরুত্বপূর্ণ নৌ ঘাট, লঞ্চ ঘাট ও লঞ্চ টার্মিনালগুলোতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

রোববার (৭ এপ্রিল) বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফেরা জনগণের নৌযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নৌ পুলিশ নৌপথে নিরলসভাবে কাজ করছে। জনগণের সেবায় নৌ পুলিশ প্রতিটি গুরুত্বপূর্ণ নৌ ঘাট ও লঞ্চ ঘাটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কন্ট্রোল রুম স্থাপন করেছে।

তিনি বলেন, নৌপথ নিরাপদ রাখতে গত ৬ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বালুবাহী বাল্ক হেড ও ড্রেজার সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

এসময় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠা থেকে বিরত থাকার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ করেন এবং সবাই মিলেমিশে একটি সুন্দর ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দীন, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান ও যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার প্রমুখ।

টিটি/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।