জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের আমন্ত্রণ রয়েছে। আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী ব্রাজিল সফর করতে পারেন।
তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রীকে ব্রাজিল সফরের জন্য প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে আমন্ত্রণপত্র এসেছে। আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী ব্রাজিল সফর করতে পারেন।
প্রেসিডেন্ট লুলা ডি সিলভার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রাজিল সফরের আমন্ত্রণপত্র নিয়ে এসেছেন জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ব্যক্তিগত এক চিঠি (সফরের আমন্ত্রণপত্র) নিয়ে এসেছি। আমি কাল (সোমবার) তার সঙ্গে দেখা করে এটা হস্তান্তর করবো। আশা করছি, শেখ হাসিনা শিগগির ব্রাজিল সফর করবেন।
আইএইচআর/কেএসআর/জেআইএম