ভালো নেই কমলাপুর স্টেশনের কুলিরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৪
ঘরমুখো মানুষের অপেক্ষায় কমলাপুর স্টেশনের কুলিরা

সবার পরনে লাল রঙের হাফ হাতা শার্ট। ট্রলি হাতে দাঁড়িয়ে আছেন কমলাপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের ভেতরে ও বাইরে। উদ্দেশ্য কোনো যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ, মালামাল ট্রলিতে নিয়ে ট্রেন পর্যন্ত পৌঁছে দেওয়া বা ট্রেন থেকে জিনিসপত্র স্টেশনের বাইরে এনে দেওয়া। বিনিময়ে ৫০ থেকে ১০০ টাকা মজুরি পাওয়া। সবাই তাদের কুলি বলেই ডাকেন। এমন প্রায় ৩০০ কুলি কাজ করেন এ স্টেশনে।

রোববার (৭ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন চত্বরে প্রবেশ করতেই দেখা মিললো এসব মানুষের। সবাই চেষ্টা করছেন প্রাইভেটকার, সিএনজিচালিত রিকশায় আসা যাত্রীদের জিনিসপত্র নিজের ট্রলিতে তুলে ট্রেন পর্যন্ত পৌঁছে দেওয়ার।

এদিকে, ঈদ কেন্দ্র করে স্টেশন এলাকায় বেড়েছে যাত্রীদের ভিড়। এসময় কুলিদের আয়ও ভালো হওয়ার কথা। কিন্তু ভিন্ন কথা বলছেন তারা। তারা বলছেন, ‘আগের মতো আয় নেই। যাত্রীদের বেশিরভাগই নিজেদের জিনিসপত্র নিজেরাই প্ল্যাটফর্ম নিয়ে যাচ্ছেন। যারা কুলির সহায়তা নেন তারাও বেশি টাকা দিতে চান না।’

ঘরমুখো মানুষের অপেক্ষায় কমলাপুর স্টেশনের কুলিরা

দীর্ঘদিন কুলির কাজ করা এসব শ্রমিক বলছেন, ‘অনেকটা বাধ্য হয়েই তারা এ কাজ করেন। কেননা দীর্ঘদিন ধরে এ পেশায় থাকায় তারা আর পেশা পরিবর্তন করতে পারছেন না। আবার অনেকের বয়স বেশি হওয়ায় নতুন কোনো কাজও করতে পারেন না। সারাদিন কাজ করে যা আয় হয় তাতে সংসার চালানোই কষ্টকর।’

দীর্ঘ সাত বছর ধরে কমলাপুর রেলওয়ে স্টেশনে কুলির কাজ করেন দেলোয়ার। বেশ আক্ষেপ নিয়ে তিনি জাগো নিউজকে বলেন, ‘গরিব মানুষ আমরা। কিছু কইরা তো খাইতে হইবো। সারাদিন খাইটা পাঁচশ-ছয়শ টাকা ইনকাম করি। কোনো দিন সেটাও হয় না। ভাবছিলাম ঈদের সময় আয় একটু বেশি হইবো। তাও হয় না। সংসার চালাইতেই জীবন যায়।’

নুর ইসলাম নামের আরেক কুলি বলেন, ‘ইনকাম কমে গেছে। লোকজন যা আসে নিজেগো মালামাল নিজেরাই নিয়ে যায়। আমাগোরে টাকা দিতে চায় না। দিলেও ৪০-৫০ টাকা দিবার চায়। বৌ, পোলা-পান নিয়ে চলাই কষ্ট।’

ইউসুফ নামের আরেক কুলি বলেন, ‘আয়-রোজগার তেমন নেই। ঈদের এসময়ও ভালো নেই আমরা। ভাবছিলাম ঈদে একটু ইনকাম বাড়বে। তাও দেখি নেই। কষ্টের সংসার, কষ্টেই চলে।’

এনএস/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।