যাত্রীর চাপ নেই গাবতলীতে
রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ঈদ যাত্রায় এখনও তেমন যাত্রীর চাপ নেই। কাউন্টারগুলো অনেকটাই ফাঁকা। তবে আসন পূর্ণ করেই ছাড়ছে বেশিরভাগ বাস। এদিকে ৫০-১০০ টাকা বেশি ভাড়া রাখার অভিযোগ যাত্রীদের। তবে কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, তারা চার্ট অনুযায়ী বাস ভাড়া রাখছেন। বাস টার্মিনালে ভোক্তা অধিকার অভিযান চালালেও কাউকে জরিমানা করা হয়নি।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে সরেজমিন গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে এ দৃশ্য দেখা যায়।
এসময় পরিবহন সংশ্লিষ্টদের হাকডাক দেখা যায়। সিএনজি অটোরিকশা বা মোটরসাইকেলে কোনো যাত্রী আসলে তাদের ডেকে নিতে দেখা যায়। কাউন্টার ম্যানেজারদের দাবি, যাত্রীর চাপ বাড়বে আজ (রোববার) সন্ধ্যা ও কাল সকালে।
গত বৃহস্পতিবার থেকেই অনেকেই রাজধানী ছেড়েছেন। ভোগান্তিবিহীন যাত্রার জন্য পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেকে। আবার কলেজ-বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা আগেই চলে যাচ্ছে গ্রামে। আজ গার্মেন্টস ছুটি হলে সন্ধ্যার পর কিংবা কাল গাবতলীতে যাত্রীর চাপ থাকবে।
কাউন্টারের কর্মচারীরা জানান, সকালে কিছুটা যাত্রী চাপ ছিল। তবে এখন চাপ কিছুটা কম। আগে যারা টিকিট করেছিলেন তারাই যাচ্ছেন। নতুন যাত্রী কম, তবে প্রত্যেক সিট পূর্ণ করেই বাস যাচ্ছেন।
ঈদ যাত্রায় ৫০-১০০ টাকা বেশি ভাড়া রাখার অভিযোগ যাত্রীদের। তবে কাউন্টার সংশ্লিষ্টরা জানান, তারা চার্ট অনুযায়ী বাস ভাড়া রাখছেন। বরং অন্য সময় ভাড়া কম রাখা হয়। বাস টার্মিনালে ভোক্তা অধিকার অভিযান চালালেও কাউকে জরিমানা করেনি।
জননী পরিবহনের কাউন্টারের কর্মচারী মোহন বলেন, ঢাকা থেকে চুয়াডাঙ্গা ৭৫০ টাকা ভাড়া নিচ্ছি। চার্টের ভাড়া ৭৫৫ টাকা, অন্য সময় ভাড়া নেই ৬৫০ টাকা। কারণ তখন বাস ঢাকায় ফেরত আসার সময় খালি আসে না।
তিনি বলেন, আগামীকাল (সোমবার) সকাল থেকে যাত্রীর চাপ বাড়বে। কাল থেকে গার্মেন্টস ছুটি। সরকারি অফিসেও ছুটি হবে। কাল আমরা কিছু যাত্রী পাবো।
সোহাগ পরিবহনের কাউন্টার ম্যানেজার সজীব জানান, ঢাকা থেকে খুলনা পর্যন্ত তাদের ৬টা বাস যায়। দুপুর পর্যন্ত ৩টা বাস গেছে। কোনো সিট খালি যায়নি। রাস্তায় কোনো সমস্যা নেই, নির্বিঘ্নে যাত্রীরা যেতে পারছে।
স্টার সার্ভিসের কাউন্টার ম্যানেজার হৃদয় বলেন, গোপালগঞ্জগামী প্রত্যেক বাস ফুল যাচ্ছে। আমাদের বাস যায় ৪-৫টা। এখনো যাত্রীর চাপ নেই।
যশোরগামী যাত্রী নিক্সন বলেন, বাস ঠিক সময়ই ছেড়ে যাচ্ছে। ঈদে একটু বেশি ভাড়া নেয় প্রতিবারই, এবার ও তাই নিচ্ছে। আগে ৬২০-৬৫০ নিলেও এখন নিচ্ছে ৭০০ টাকা ভাড়া।
চুয়াডাঙ্গাগামী যাত্রী ফারজানা ইসলাম বলেন, টার্মিনালে এসে টিকিট কেটেছি। কোনো ভোগান্তি পোহাতে হয়নি। নির্ধারিত সময়েই বাস আসবে বলে কাউন্টার থেকে জানিয়েছে।
এসএম/এমআইএইচএস/জেআইএম