মহাখালী বাস টার্মিনাল

‘সকাল থেকে একজন যাত্রীও পাইনি, পুরো টার্মিনাল ফাঁকা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৪

পবিত্র ঈদুল ফিতরের আর বেশি দেরি নেই। প্রতিবছর ঈদ উপলক্ষে বাস টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও এবারের চিত্র ভিন্ন। বাস টার্মিনালে তেমন যাত্রী নেই।

রোববার (৭ এপ্রিল) মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে এমন চিত্র।

ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রোডের উত্তরা পরিবহনের কাউন্টার সুপারভাইজার মো. মহন মৃধা বলেন, ‘সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত একটি টিকিটও বিক্রি করতে পারিনি। এখন দিনের বাকি সময় আদৌ যাত্রী পাবো কি না জানি না।’

মহাখালী বাস টার্মিনাল, ‘সকাল থেকে একজন যাত্রীও পাইনি, পুরো টার্মিনাল ফাঁকা’

তিনি আরও বলেন, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রোডে তাদের ২২টি বাস আছে। সকাল থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আটটি বাস মহাখালী টার্মিনাল ছেড়ে গেছে। কিন্তু এই টার্মিনাল থেকে একটি টিকিট ও বিক্রি করতে পারিনি। স্বাভাবিক সময়ের তুলনায় এখন ঈদের আগ মুহূর্তে টার্মিনালের যাত্রী অনেক কম। সোমবার (৮ এপ্রিল) গার্মেন্টস ছুটি হলে যাত্রী বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ রোডের এনা পরিবহনের বাস কাউন্টারে। এ পরিবহনের কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। প্রতি ১০ মিনিট পরপর বাস গন্তব্যে ছেড়ে যাচ্ছে। বাসের টিকিট কাটতে কোনো হয়রানি বা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন:

বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে সপরিবারে মহাখালী বাস টার্মিনালে আসেন মিরপুরের বাসিন্দা আজমল হোসেন। তিনি বলেন, কাউন্টারে আসার ১০ মিনিটের মধ্যেই সিরিয়াল ধরে বাসের টিকিট কেটেছি। অন্যান্য বছর ঈদের আগ মুহূর্তে টিকিটের জন্য চাপ থাকলেও এবার তা দেখা যায়নি। সড়কে যানজট না থাকায় আশা করি নির্ধারিত সময়ে ময়মনসিংহে পৌঁছাতে পারবো।

মহাখালী বাস টার্মিনাল, ‘সকাল থেকে একজন যাত্রীও পাইনি, পুরো টার্মিনাল ফাঁকা’

সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে ৬০টি বাস ছেড়ে গেছে বলে জানান এনা পরিবহনের সহকারী ব্যবস্থাপক এস এম খালেদ। তিনি বলেন, এখান যাত্রী চাপ মাঝামাঝি আছে। খুব বেশিও না, আবার কমও না। সকালে বৃষ্টি হওয়ায় যাত্রী তুলনামূলক কম ছিল। তবে সোমবার (৮ এপ্রিল) ও পরদিন মঙ্গলবার (৯ এপ্রিল) টিকিটের চাহিদা বাড়বে।

দুপুর ১২টা ১০ মিনিটে মহাখালী বাস টার্মিনাল থেকে ৯ জন যাত্রী নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্য ছেড়ে যায় নিরালা সুপার। ঈদের আগ মূহুর্তে এত অল্প যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন চালক মোখলেছুর। তিনি বলেন, গত পরশু (৫ এপ্রিল) চারজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে মহাখালী আসছি। আজ রোববার আবার টাঙ্গাইলের সিরিয়াল পেয়েছি। কিন্তু বাসে মাত্র ৯ জন যাত্রী পেয়েছি। এত অল্প যাত্রী নিয়েই গন্তব্যে রওয়ানা দিতে হয়েছে কেননা পেছনে আরও বাস সিরিয়ালে আছে।

এমএমএ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।