রোমে বিমানের ফ্যানস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
ইতালির রোম শহরে বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় গত রোববার (৩১ মার্চ) আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্যানস ক্লাবের উদ্যোক্তা ও সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের সফলতায় বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাব বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের উদ্যোক্তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্যানস ক্লাব গঠনে সম্মতি ও সহযোগিতা করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের রোমের ফোকাল পার্সন আলেসান্দ্রো গাইতা, সেবার বাংলাদেশের কান্ট্রি হেড জনাব মোহাম্মদ সাইফুল হক, গ্রিন টিভির নির্বাহী সম্পাদক নাদিরা কিরণ, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান, বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার রিতা নাহার, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক মাসুদ রুমি, বিমান প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. আল মাসুদ খান, বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসানসহ বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক জনসংযোগ মো. আল মাসুদ খানের উদ্যোগে গত বছর বছরের ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাব, ইতালি গঠিত হয়। এ ক্লাবের উদ্দেশ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রচার-প্রচারণা, স্যোশাল মিডিয়ায় বিমানের বিরুদ্ধে অপপ্রচার রোধে ভূমিকা রাখা, বিমানের ইতালির যাত্রীদের সহায়তা এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিমানের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সচেতনতা তৈরি করা।
এমএমএ/এমকেআর