বছরের ব্যবধানে বেড়েছে দেশ ছাড়ার প্রবণতা
দেশ ছাড়ার প্রবণতা বেড়েছে। বছরের ব্যবধানে প্রতি হাজারে ৮ দশমিক ৭৮ জন দেশ ছেড়েছেন। যেটা এক বছর আগে ছিল ৬ দশমিক ৬১ জন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২৩’ এর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, প্রতি হাজার জনসংখ্যায় অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে পল্লিতে আগমনের হার ২০ দশমিক ৪ শতাংশ। আর শহরে আগমনের হার ৪৩ দশমিক ৪ শতাংশ। পাশাপাশি আন্তর্জাতিক অভিগমন প্রতি হাজারে ৬ দশমিক ৬১ জন থেকে উল্লেখযোগ্যভাবে বেড়ে হয়েছে ৮ দশমিক ৭৮ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক আগমন বহিরাগমন প্রতি হাজারে ২ দশমিক ৯৭ থেকে কমে হয়েছে ২ দশমিক ৩৭ জন। অর্থাৎ দেশে আসার থেকে দেশ ত্যাগের হার বেড়েছে।
এমওএস/জেডএইচ/জেআইএম