জয়কে অপহরণের পরিকল্পনায় শফিক রেহমান গ্রেফতার


প্রকাশিত: ০৪:৫২ এএম, ১৬ এপ্রিল ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স) মো. মারুফ হোসেন সরদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে তাকে রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে শনিবার সকাল ৮টায় ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর ডিবি।

মো. মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বলেন, ২০১৫ সালে পল্টন থানায় দায়ের করা জয়কে অপহরণের পরিকল্পনার একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক ছাড়াও শফিক রেহমান বিএনপির আন্তর্জাতিক বিষয়গুলো দেখতেন।

এআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।