কড়াইল বস্তিতে আগুন

৫ টাকার মোমবাতি ২০ টাকায় বিক্রি, দোকানির ওপর চড়াও এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৪ মার্চ ২০২৪

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুনের ঘটনায় ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঘরে আলো পেতে মোমবাতি কিনতে পাশে থাকা দোকানে ছুটছেন স্থানীয়রা। মোমবাতির চাহিদা বেশি দেখে ৫ টাকার মোমবাতি একলাফে ১৫ টাকা বাড়িয়ে ২০ টাকা দাম নিচ্ছেন বিক্রেতা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী।

রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগা বস্তির পাশের একটি দোকানে এ ঘটনা ঘটনা ঘটে। দাম বেশি রাখায় স্থানীয়রা ওই দোকনদারের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে মারতে উদ্যত হন।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা আখলাস বলেন, এমনিতেই আগুনো পুড়ে গরীব মানুষের সব শেষ। বিদ্যুৎ নেই মানুষ বিপদে পড়ে মোমবাতি কিনতে আসছে। এখানেও ব্যবসা করতে আসে। ৫ টাকার মোমবাতি ২০ টাকা রাখছে। তাকে পেটানো উচিত।

সালমান নামের আরেকজন বলেন, মানুষ বিপদে পড়ে আর ওই দোকানদার দাম বাড়ায়ে দিয়েছে। তাদের মনুষ্যত্ব বলে কী কিছু নেই।

তবে দাম বেশি নেওয়া ওই দোকানির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এনএস/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।