কড়াইল বস্তিতে আগুন
৫ টাকার মোমবাতি ২০ টাকায় বিক্রি, দোকানির ওপর চড়াও এলাকাবাসী
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুনের ঘটনায় ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঘরে আলো পেতে মোমবাতি কিনতে পাশে থাকা দোকানে ছুটছেন স্থানীয়রা। মোমবাতির চাহিদা বেশি দেখে ৫ টাকার মোমবাতি একলাফে ১৫ টাকা বাড়িয়ে ২০ টাকা দাম নিচ্ছেন বিক্রেতা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী।
রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগা বস্তির পাশের একটি দোকানে এ ঘটনা ঘটনা ঘটে। দাম বেশি রাখায় স্থানীয়রা ওই দোকনদারের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে মারতে উদ্যত হন।
আরও পড়ুন
- কড়াইল বস্তিতে পুড়েছে ৫০ ঘর: ফায়ার সার্ভিস
- ‘নেতারা জোর করে ঘর তুলে ভাড়া দেয়, গ্যাসের লাইনও ঠিক করে না’
স্থানীয় বাসিন্দা আখলাস বলেন, এমনিতেই আগুনো পুড়ে গরীব মানুষের সব শেষ। বিদ্যুৎ নেই মানুষ বিপদে পড়ে মোমবাতি কিনতে আসছে। এখানেও ব্যবসা করতে আসে। ৫ টাকার মোমবাতি ২০ টাকা রাখছে। তাকে পেটানো উচিত।
সালমান নামের আরেকজন বলেন, মানুষ বিপদে পড়ে আর ওই দোকানদার দাম বাড়ায়ে দিয়েছে। তাদের মনুষ্যত্ব বলে কী কিছু নেই।
তবে দাম বেশি নেওয়া ওই দোকানির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এনএস/এমআইএইচএস/জিকেএস