কড়াইল বস্তিতে পুড়েছে ৫০ ঘর: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৪ মার্চ ২০২৪
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে গেছে সব, এখন তাদের ঠায় খোলা আকাশের নিচে/ছবি: মাহবুব আলম

রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে ৪০-৫০টার মতো ঘর পুড়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (পরিকল্পনা) মো. আক্তারুজ্জামান।

রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন পুরোপুরি এখনো নেভানো না গেলেও আমরা প্রায় শেষ পর্যায়ে আছি।

আরও পড়ুন: 

আক্তারুজ্জামান বলেন, আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সেভাবে জানা যায়নি। তবে আমাদের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারা সম্পূর্ণ তথ্য জানাবে।

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৩৩ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই বস্তির অনেক ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এএএম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।