সারাদেশে ১১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৯ এএম, ২৪ মার্চ ২০২৪

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ভোক্তা অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিভাগ ও জেলা পর্যায়ে চাল, তরমুজ, মসলা এবং ঈদের পোশাকের বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঢাকা মহানগরীতে অধিদপ্তরের পাঁচটি টিম বাজার তদারকি করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৪০ জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

সারাদেশে ৪৪টি টিম বাজার তদারকির মাধ্যমে ১১৩টি প্রতিষ্ঠানকে ছয় লাখ ৪৫ হাজার জরিমানা করা হয়েছে।

এনএইচ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।