পাটখাতে অবদান রাখায় পুরস্কার পেলেন ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৪ মার্চ ২০২৪

পাটখাতে বিশেষ অবদান রাখা ও এই খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মাননা প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

১১ ক্যাটাগরি হলো

  • পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক
  • সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি
  • সেরা পাট উৎপাদনকারী চাষি
  • পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল
  • পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান
  • পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল
  • পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান
  • বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল
  • বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান
  • বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা
  • বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা

ইজারার জন্য নির্ধারিত বিজেএমসির ছয়টি মিলের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া পাটখাতে সমৃদ্ধির ধারা চলমান ও বিশেষ অবদান রাখায় ১১ ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সম্মাননা।

পাট দিবস উপলক্ষে ১৪ থেকে ১৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে।

এনএইচ/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।