৭০ হাজার টাকা ছিনতাই, দৌড়ে চার নারীকে ধরলো পুলিশ
এক নারীর ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চার নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় ছিনতাই করা ৭০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার চার নারী ছিনতাইকারী হলেন- বৃষ্টি, পাখি, পাখির মেয়ে রিয়া ও ফাতেমা।
বুধবার (১৩ মার্চ) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক লালবাগ বিভাগের সার্জেন্ট প্রকাশ মধু।
সার্জেন্ট প্রকাশ মধু বলেন, রাজধানীর ফুলবাড়িয়া ক্রসিংয়ের উত্তর-পূর্ব পাশ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। জাহানারা বেগম (৪৮) নামের একজন ভুক্তভোগীর কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন চার নারী ছিনতাইকারী।
এ ঘটনায় ভুক্তভোগীর চিৎকার শুনে ঘটনাস্থলের পাশে ডিউটিরত অবস্থায় থাকা লালবাগ ট্রাফিকের সার্জেন্ট প্রকাশ মধু, সার্জেন্ট শাহিন ও ট্রাফিক ইন্সপেক্টর মাসুম মোল্লাসহ দৌড়ে ছিনতাইকারীদের আটক করে। এরপর ছিনতাই হওয়া ৭০ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগী জাহানারা বেগমকে বুঝিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
টিটি/এমএএইচ/