বেইলি রোডে আগুন: ১২ দিন পর বাবার কাছে ছেলের মরদেহ হস্তান্তর

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১২ মার্চ ২০২৪

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে অগ্নিকাণ্ডে নিহত আরও একজনের মরদেহ বাবার কাছে হস্তান্তর করেছে সিআইডি।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেল তিনটার দিকে ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ তার বাবার কাছে মরদেহ হস্তান্তর করেছে।

তিনি জানান, গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে গতকাল আমরা বৃষ্টির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। আজ নাজমুল ইসলামের মরদেহ আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। নাজমুল ছিলেন ৪৬ নম্বর মরদেহের মধ্যে সর্বশেষ।

তিনি জানান, এর আগে গত ১ মার্চ ঢাকা মেডিকেলের মর্গে তার ময়নাতদন্ত ও ডিএনএর নমুনা বাবা নজরুল ইসলাম ও মাতা হাসিনা বেগমের ডিএনএ নমুনা সংগ্রহ করি। পরে নাজমুলের ডিএনএ নমুনার সঙ্গে মিলে যাওয়ার পরে আজ মরদেহ হস্তান্তর করি।

নিহতের বাবা মো. নজরুল ইসলাম জানান, আমার ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ কম্পিউটার সায়েন্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। প্রথমে যাত্রাবাড়ী কাজলা মহানগর লাল মসজিদ এলাকায় জানাজা করা হবে। পরে ওখান থেকে গ্রামের বাড়ি দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আমাদের বাড়ি মুন্সিগঞ্জ সদরে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় ৪৬ জন মারা গেছেন। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।