গানে বঙ্গমাতাকে স্মরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১১ মার্চ ২০২৪

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ওপর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক ও যুগ্মসচিব কবি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর লেখা ‘বঙ্গমাতা’ গানের আনুষ্ঠানিক রিলিজ হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে মিরর ওয়ার্ল্ড আয়োজিত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩২ জন নারীকে ‘ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড’ দেওয়ার অনুষ্ঠানের শুরুতে গানটি বাজিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা দীপু মনি। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।

মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর লেখা ‘বঙ্গমাতা’ গানটিতে সুর করেছে গুনী শিল্পী তানিম হায়াত খান রাজিত এবং কণ্ঠ দিয়েছে যৌথভাবে শিল্পী রাবেয়া বসরী ও রাজিত, সঙ্গীতে ছিলেন সজীব দাস আর ভিডিও এডিটিং খোকন কর্মকার।

এসইউজে/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।