রিজার্ভে নতুন মাত্রা
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মূদ্রা রিজার্ভে নতুন মাত্রা দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দিনশেষে রিজার্ভ দাঁড়ায় ২২৩৮ কোটি ডলার। যা স্বাধীনতার পর থেকে এ যাবৎ কালের সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মূদ্রা নীতিবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি বছরের নভেম্বর মাসের ৪ তারিখে রিজার্ভ ছিল ২২৩১ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে, রিজার্ভের বর্তমান পরিমাণ দিয়ে প্রায় সাড়ে সাত মাসের আমদানি ব্যয় নির্বাহ করা যাবে। ২০০৯ সালের ১০ ডিসেম্বর রিজার্ভ ছিল ১০ বিলিয়ন ডলার। ২০১৩ সালে দাঁড়ায় ১৫ বিলিয়ন ডলার। চলতি বছরের ৭ আগস্ট রিজার্ভ ছিল ২২ বিলিয়ন ডলার।