শাহজালালে ১০ কেজি সোনা উদ্ধার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার দিবাগত রাতে দুই যাত্রীর কাছ থেকে এ সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজার মূল্য চার কোটি ৬৬ লাখ টাকা।
জানা যায়, অভিযান চালিয়ে আমিরুল ইসলাম ও মোহাম্মদ ইকবাল নামের দুই ব্যক্তির কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বেরিয়ে যাওয়ার সময় আমিরুল ইসলামকে আটক করে ঢাকা কাস্টমস হাউস। পরে আমিরুলের শপিং ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।
অপর দিকে রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে দুবাই থেকে ঢাকা আসা ইকবালকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
তাদের দু`জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।