ঢামেকে র্যাবের অভিযানে বেশ কয়েকজন দালাল গ্রেফতার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী প্রেরণের সঙ্গে জড়িত বেশ কয়েকজন দালালকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সোমবার (৪ মার্চ) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় করতো দালালচক্র। এছাড়া কমিশন লাভের জন্য সরকারি হাসপাতাল থেকে রোগীদের ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে প্রেরণ করতো। এসব অভিযোগে ঢামেকে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দালাল গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর গেট সংলগ্ন আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব-৩ এর অধিনায়ক।
টিটি/এসএনআর/জিকেএস