বেইলি রোডে আগুন: ঢামেক থেকে যাদের মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০১ মার্চ ২০২৪
বেইলি রোডের গ্রিন কজি কটেজ ভবন আগুনে পুড়ে গেছে

রাজধানীর বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসে ৩৬ জনের মরদেহ। এর মাঝে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ২৯টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তারা হলেন-

১. ব্রাহ্মণবাড়িয়ার মৃত মো. জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৫),
২. ঢাকার বংশালের মো. মোসলেমের ছেলে মো. নুরুল ইসলাম (৩২),
৩. ঢাকার প্রাণ নাথ রায়ের মেয়ে পপি রায় (৩৩),
৪. ঢাকার যাত্রাবাড়ীর শিপন পোদ্দারের মেয়ে সম্পূর্ণা পোদ্দার (১২),
৫. কুমিল্লার এম এ এইচ গোলাম মহিউদ্দিনের মেয়ে জান্নাতিন তাজরিন,
৬. ঢাকার পুরান পল্টনের মো. আলীর মেয়ে নাজিয়া আক্তার (৩১),
৭. ঢাকার পুরান পল্টনের সায়েক আহমেদের ছেলে আরহান মোস্তাক আহমেদ (৪৬),
৮. ঢাকার মতিঝিলের কবির খানের ছোট মেয়ে মাইশা কবির মাহি (২১),
৯. কবির খানের বড় মেয়ে মেহেরা কবির দোলা (২৯),
১০. ঢাকার মতিঝিলের জয়ন্ত কুমার পোদ্দারের স্ত্রী পম্পা সাহা (৪৭),
১১. মাদারীপুরের জাকির শিকদারের ছেলে মো. জিহাদ হোসেন (২২),
১২. মৌলভীবাজারের ফজলুর রহমানে ছেলে আতাউর রহমান শামীম (৬৩), পেশা-সাংবাদিক,
১৩. যশোরের মো. কবির হোসেনের ছেলে মো কামরুল হাবিব রকি (২০),
১৪. টাংগাইলের মোয়াজ্জেম মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭),
১৫. কুমিল্লার লালমাইয়ের কোরবান আলীর মেয়ে ফৌজিয়া আফরিন রিয়া (২২),
১৬. কুমিল্লা সদরের আব্দুল কুদ্দুসের মেয়ে নুসরাত জাহান মিশু (১৯),
১৭. ঢাকার হাতিরঝিলের সৈয়দ মোবারকের মেয়ে ফাতিমাতুজ জোহরা (১৬),
১৮. মোবারক হোসেনের ছেলের সৈয়দ আবুদল্লাহ (৮),
১৯. একই পরিবারের মুন্সি বাহারউদ্দিনের মেয়ে স্বপ্না আক্তার,
২০. মুন্সিগঞ্জের মো আওলাদ হোসেনের মেয়ে জারিম তাসনিম প্রিয়তি (২০),
২১. নারায়ণগঞ্জর মো. আমজাদ হোসেনের ছেলে শান্ত হোসেন (২৩),
২২. ভোলার মইনুল হকের ছেলে দিদারুল হক (২৩),
২৩. ঢাকা হাতিরঝিলের সৈয়দ আবুল কাশেমের ছেলে সৈয়দ মোবারক (৪৮),
২৪. হবিগঞ্জর উত্তর কুমার রায়ের স্ত্রী রুবি রায় (৪৮),
২৫. একই পরিবারের প্রিয়াংকা রায় (১৮),
২৬. ঝালকাঠির দিপেশের পুতে তুষার হাওয়ালদার (২৬),
২৭. ঢাকা শান্তিনগরের ইসমাইল গাজীর ছেলে জুয়েল গাজী (৩০),
২৮. মো. মিরাজের ছেলে নয়ন (১৭) এবং
২৯. মৃত আবুল খায়েরের ছেলে আসিফ (২১)।

এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কজি কটেজ ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১২ ইউনিট।

এএএম/জেডএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।