বেইলি রোডে আগুন
নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০১ মার্চ ২০২৪
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, আগুনে পুড়ে নিহতদের পরিবারকে আপাতত ২৫ হাজার করে টাকা দেওয়া হবে। যারা আহত আছেন তাদের চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকার থেকে বহন করা হবে। এছাড়া যারা মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিকভাবে সাহায্য দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি।
শুক্রবার (১ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানান।
আরও পড়ুন
- ‘পোড়া ভবন দেখে এখনো শরীর কাঁপছে’
- মরদেহ বুঝিয়ে দেওয়া হচ্ছে স্বজনদের
- ভবনের নিচে চায়ের দোকানে বিস্ফোরণ থেকে বেইলি রোডে আগুনের শুরু
তিনি বলেন, আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত। গতকাল রাতে আগুন লাগার পর থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ মন্ত্রণালয়ের সবাই কাজ শুরু করেছে। আমরা সার্বক্ষণিক দেখাশোনা করছি। ঢাকা মেডিকেলেও খোঁজ খবর রাখছি।
আরও পড়ুন
- অগ্নিকাণ্ড থেকে বাঁচতে চাইলে
- যেখানে পাবেন আগুন নেভানোর যন্ত্র
- অগ্নিনিরাপত্তায় গ্রাহকদের আস্থার প্রতীক ‘সেফমেট’
- আগুন-ধোঁয়ায় সেকেন্ডেই বাজবে ফায়ার এলার্ম
তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যে অপরাধী হবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এখানে ফায়ার সার্ভিস, পিবিআই, সিআইডি, ডিএমপি, কাজ করে যাচ্ছে। তারা প্রতিবেদন দিলে আইন অনুযায়ী বাকী কাজ করা হবে।
আরএএস/এসএনআর/এমএস