বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছ। এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮২২ জন চাকরিপ্রত্যাশী। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বৃহস্পতিবার জাগো নিউজকে জানান, কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে ইঈঝ লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জানুয়ারি থেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।