কৃষিজমির মাটি ইটভাটায়, ইউপি সদস্যসহ ৩ জনের সাজা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পাহাড়ি ও কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহে জড়িত থাকার দায়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল্লাহ আল মামুন, এস্কেভেটর চালক মোসলেম উদ্দিন ও সোহরাব হোসেন। মামুনকে তিন মাস এবং অন্য দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, বুধবার দিনগত রাতে উপজেলার মধ্যম তালবাড়িয়া এলাকার রেললাইনের কাছে পাহাড়ের মাটি কেটে নিকটস্থ ইটভাটায় পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে পাহাড় ও কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করে আসছিল। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এএজেড/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।