ভাসানচরে বিস্ফোরণ: একে একে নিভে গেলো পাঁচ শিশুর জীবনপ্রদীপ
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রুশমিনা (৩) নামে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিশুরই মৃত্যু হলো।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, সবশেষ মারা যাওয়ার রোহিঙ্গা শিশু রুশমিনার শ্বাসনালি ও শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। দুর্ঘটনায় আহত মোট সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে পাঁচ শিশু ছিল। তাদের সবাই মারা গেছে।
এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে আরেক দগ্ধ শিশু রাসেলের (৩) মৃত্যু হয়। ওইদিন সকালে ৮১ নং ক্লাস্টারের আব্দুর শুকুরের কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে।
এরপর ২৬ ফেব্রুয়ারি চমেক হাসপাতালে চিকিৎসাধীন মোবাশ্বেরা (৪) ও রবি আলম (৫) এবং ২৮ ফেব্রুয়ারি সকালে সোহেল নামে সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।
এএজেড/ইএ/এএসএম