প্রিন্স মুসাকে দুদকে জিজ্ঞাসাবাদ (ভিডিও)


প্রকাশিত: ০৫:২৪ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান ডা. মুসা বিন শমসেরকে (প্রিন্স মুসা) জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেগুনবাগিচায় কমিশন কার্যালয়ে উপস্থিত হন মুসা বিন শমসের। সকাল ১০টা থেকে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ দুপুর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

সূত্র জানায়, প্রিন্স মুসার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে ২০১১ সালে অনুসন্ধান শুরু করে দুদক। কিন্তু তা বেশি দূর এগোয় নি। পরে চলতি বছরের বিজনেস ম্যাগাজিন ফোর্বস এর প্রতিবেদন বিবেচনায় নিয়ে দুদক আবারও নতুন করে অনুসন্ধান শুরু করে।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, মুসা বিন শমসেরই বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পত্তির মূল্য প্রায় ১২ বিলিয়ন ইউএস ডলারের ওপরে।

সূত্র আরও জানায়, ২০১১ সালের ২৪ জুন মুসার ব্যাংক হিসাব তলব করেছিল কেন্দ্রীয় ব্যাংক। দুদকের চাহিদার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক মুসার ব্যাংক হিসাব তলব করলেও রহস্যজনক কারণে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।