সংসদে জনপ্রশাসনমন্ত্রী

৫ বছরে সরকারি চাকরিতে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪

২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সারাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে মোট তিন লাখ ৫৮ হাজার ২৩৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান, এসব নিয়োগের মধ্যে সর্বোচ্চ ১৩৪১ জন চট্টগ্রামে এবং ঢাকায় নিয়োগ দেওয়া হয়েছে ১২৩৫ জনকে। অন্যদিকে গত পাঁচ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে ২০ হাজার ২৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে এমপি সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন এসব তথ্য জানান।

জনপ্রশাসনমন্ত্রী জানান, সরকারের শূন্য পদে নিয়োগ একটি চলমান বিষয়। শূন্য পদ পূরণ সুনির্দ্দিষ্ট বিধি অনুযায়ী করা হচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে বিভিন্ন গ্রেডে নিয়োগ দেওয়া হয়।

আইএইচআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।