ঢাকায় বহুতল ভবনে আগুন, ৯৯৯-এ কলে ৮০ জন জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানীর ওয়ারীর ২৯ নম্বর র‌্যানকিন স্ট্রিটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ জানিয়ে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। এরপর ভবনের চারতলার বাইরের দিক থেকে কাচ ভেঙে হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে ৭০/৮০ জনকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

ঢাকায় বহুতল ভবনে আগুন, ৯৯৯-এ কলে ৮০ জন জীবিত উদ্ধার

তিনি বলেন, আগুন লাগার খবর জানিয়ে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় ৯৯৯ এ ফোন করলে কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জনী সরকার। কনস্টেবল জনী তাৎক্ষণিক সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানান।

সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বহুতল ভবনের চারতলার বাইরের দিক থেকে কাচ ভেঙে হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ৭০/৮০ জনকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনে। ১০তলা ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়েছে। কোনো হতাহত নেই।

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।