শাহ আমানতে তালা-ব্যাটারিতে মিললো দেড় কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে তালা ও ব্যাটারিতে লুকানো অবস্থায় থাকা দেড় কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ওই যাত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন তসলিম আহমেদ।

তিনি জানান, দুবাই থেকে সকালে আসা এফজেড-০৫৬৩ ফ্লাইটটি ৯টা ৪৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর ব্যাগে থাকা একটি তালা ও ইলেকট্রনিক চার্জিং লাইটের ব্যাটারি থেকে এক হাজার ৬১৯ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

ক্যাপ্টেন তসলিম জানান, সোনার পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে তা বাংলাদেশে নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএজেড/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।