চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট ৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪
ছবি সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে অষ্টমবারের মতো ‘জয় বাংলা কনসার্ট’–এর আয়োজন করতে যাচ্ছে ‘ইয়াং বাংলা’।

তবে এবার প্রথমবারের মতো ঢাকার আর্মি স্টেডিয়ামে বদলে চট্টগ্রামের চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে কনসার্ট। এতে সহযোগিতা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

কনসার্ট মাতাতে মঞ্চে থাকবে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল, নেমেসিস ও চিরকুট। এছাড়া মঞ্চে আরও ব্যান্ডদল ও শিল্পীরা গান পরিবেশনা করবেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যুব সমাজের মধ্যে অনুপ্রেরণার উদ্যোগ হিসেবে প্রথমবারের মতো এ জমকালো কনসার্ট অনুষ্ঠিত হবে। আমাদের সব ধরনের প্রস্তুতির কার্যক্রম চলমান। আশা করছি চট্টগ্রামবাসীকে আমরা তাদের কাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে পারব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

রাজধানীর আর্মি স্টেডিয়ামে ২০১৫ সাল থেকে প্রতি বছর ৭ মার্চ অনুষ্ঠিত হয়ে আসছে তরুণদের কাছে জনপ্রিয় জয় বাংলা কনসার্ট। তবে কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর মঞ্চে আয়োজিত হয়নি এই কনসার্ট। ২০২৩ সালে ৭ মার্চ পবিত্র শবে বরাত উপলক্ষে এক দিন পিছিয়ে ৮ মার্চ কনসার্ট আয়োজন করা হয়। আর এবার ঢাকার বাইরে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করা হচ্ছে।

এএজেড/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।