চলছে বাণিজ্য মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি
দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের জোর প্রস্তুতি চলছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে। আর দু`সপ্তাহ পর ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেলা। এ কারণে স্থান বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো মেলা প্রাঙ্গণে প্যাভিলিয়ন ও স্টল সাজানোর কাজ করছে পুরোদমে।
এবার দেশের রাজনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ-পরিস্থিতি ভালো আছে। এ কারণে আগেভাগেই বরাদ্দ নিয়েছে বেশির ভাগ কোম্পানি। এবার মেলা আয়োজনের প্রস্তুতির কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হবে বলে জানায় আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। আগামী ১ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের বাণিজ্য মেলায় দেশি-বিদেশি সব মিলিয়ে ৫০৮টি স্টল থাকবে। প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের জন্য আলাদা স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই এ আয়োজনে অবকাঠামো নির্মাণ, সাজসজ্জা ও মেলা প্রাঙ্গণ প্রস্তুত করতে আগেভাগেই মাঠে নেমেছে কর্তৃপক্ষ। এ জন্য ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।