বাড়তি করের কারণে বিমান ভাড়া বেড়েছে: এয়ার অ্যারাবিয়ার গ্রুপ সিইও
বিভিন্ন দেশের সরকার বাড়তি করারোপ করায় বিশ্বজুড়ে বিমানের টিকিটের ভাড়া বেড়েছে বলে মন্তব্য করেছেন এয়ারলাইন এয়ার অ্যারাবিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আদেল আব্দুল্লাহ আল আলী।
তিনি বলেন, করোনা মহামারির পর বিমান ভাড়া বেড়েছে এয়ারলাইনগুলোর। এর প্রভাব পড়েছে শ্রমবাজারে। যাত্রীরা মনে করেন বিমান ভাড়া বাড়িয়েছে এয়ারলাইনগুলো, কিন্তু নেপথ্যের কারণ তারা জানেন না। ভাড়ার একটি অংশ এয়ারলাইন পায়, বাকি অংশ বিভিন্ন দেশের ট্যাক্স ও জ্বালানিসহ অপারেশনাল খরচ।
রাজধানীর একটি হোটেলে এয়ার অ্যারাবিয়ার ২০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আদেল আব্দুল্লাহ আল আলী বলেন, করোনার পর অনেক দেশই তাদের আয় বাড়াতে এ খাতে ট্যাক্স বাড়িয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ট্যাক্স ৭০ শতাংশ বেড়েছে। বিমানবন্দরগুলো চার্জ বাড়িয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের খরচ বেড়েছে। এসবের প্রভাব পড়েছে ভাড়ার ওপর।
বাংলাদেশ প্রসঙ্গে এয়ার অ্যারাবিয়ার গ্রুপ সিইও বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। নতুন টার্মিনালসহ এভিয়েশন খাতে অগ্রগতি হয়েছে। আর এভিয়েশন খাতে অগ্রগতি হলে একটি দেশের বাণিজ্যও এগিয়ে যায়।
এয়ার অ্যারাবিয়া বাংলাদেশে ফ্লাইট পরিচালনা শুরু করে ২০০৭ সালে। বাংলাদেশে ডলার সংকটের কারণে ফ্লাইটে প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে আদেল আব্দুল্লাহ বলেন, ডলার সংকট বিশ্বের অনেক দেশে আছে। বাংলাদেশসহ আফ্রিকার কিছু দেশে আমরা এ সমস্যার মুখোমুখি হচ্ছি। ব্যবসায় এ ধরনের নানা সংকট আমাদের মোকাবিলা করতে হয়। আমরা এসব সমস্যা মোকাবিলা করেই আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এর প্রভাব ফ্লাইটের ওপর পড়বে না।
সংবাদ সম্মেলনে এয়ার অ্যারাবিয়ার রিজিওনাল জেনারেল ম্যানেজার রাজেশ নারুলা, বাংলাদেশে এয়ার অ্যারাবিয়ার জেনারেল সেলস এজেন্ট প্রতিষ্ঠান এমজিএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএমএ/এমকেআর/জিকেএস