আরও একবছর রেল সচিব থাকছেন হুমায়ুন কবীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
মো. হুমায়ুন কবীর/ ছবি- সংগৃহীত

আরও একবছর রেল মন্ত্রণালয়ের সচিব থাকছেন মো. হুমায়ুন কবীর। এক বছরের জন্য তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরির মেয়াদ শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল হুমায়ুন কবীরের।

এখন তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি বাতিলের শর্তে চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরএমএম/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।