দেশের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট নাইমা-লুতফী


প্রকাশিত: ০২:৫৪ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশের বিমান বাহিনীতে প্রথমবারের মতো যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়ছেন দুজন নারী বিমান-সেনা। তাদের নাম নাইমা হক এবং তামান্না-ই লুতফী। বুধবার থেকে তারা যুদ্ধবিমান চালানো শুরু করেছেন।

নাইমা ও লুতফী এর আগে বিমান বাহিনীতেই যুদ্ধসংক্রান্ত নয় এমন কাজ করতেন। তবে কিছুকাল আগে বিমানবাহিনীতে প্রথম বারের মতো বৈমানিক- সেনা নিয়োগের পথ উন্মুক্ত হবার পর তারা যুদ্ধ বিমান চালনার সিদ্ধান্ত নেন।

ফ্লাইং অফিসার তামান্না-ই লুতফী জানান, যুদ্ধবিমান চালানো শেখার অনুপ্রেরণা তিনি তার বাবার কাছে পেয়েছেন। যিনি নিজেও বিমান বাহিনির একজন অফিসার ছিলেন। ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক বলেন, বিমান বাহিনির নতুন ও চ্যালেঞ্জপূর্ণ এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিলেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।