চট্টগ্রাম মেডিকেলে দুই দালাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:০১ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে বোরহান উদ্দিন (২৪) এবং সুজন দাস (৩৮) নামে দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফজন বোরহান কক্সবাজার জেলার রামু থানাধীন রাজারপুল গ্রামের জিয়াবুল হাসানের ছেলে এবং সুজন দাস চট্টগ্রামের পটিয়া থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের মিলন দাসের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালটিতে চট্টগ্রামসহ পাশ্ববর্তী জেলাগুলো থেকেও রোগী আসে। এখানে গরীম-মধ্যবিত্ত রোগী বেশি। তাদের দালালদের হাতে পড়ে ক্ষতিগ্রস্ত হতে হয়। রোগী কিংবা রোগীর স্বজনদের বাইরের ল্যাবে নিয়ে যাওয়া, পরীক্ষা নিরীক্ষা কিংবা ওষুধ কেনার ক্ষেত্রে বেশি টাকা হাতিয়ে নেয় দালালরা।

বৃহস্পতিবার রাতে এ ধরনের কাজে জড়িত দুইজনকে গাইনি ওয়ার্ডের সামনে থেকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এমডিআইএইচ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।