তেজগাঁওয়ে কনটেইনার পড়ে শ্রমিকের মৃত্যু, ক্রেন অপারেটর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক) ক্রেন থেকে কনটেইনার পড়ে ঘটনাস্থলে শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তেজকুনিপাড়া রেল কলোনি সংলগ্ন বিজয় সরণী ফ্লাইওভারের নিচে এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মধ্যে এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, তেজগাঁও থানার তেজকুনিপাড়া রেল কলোনি সংলগ্ন বিজয় সরণী ফ্লাইওভারের নিচে ক্রেন দিয়ে কনটেইনার সরানোর সময় শামীম মিয়া নামে এক শ্রমিকের ওপরে কনটেইনার পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই শ্রমিকের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওসি, পুলিশ পরিদর্শক অপারেশনসহ সংশ্লিষ্ট মোবাইল টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে মৃত শ্রমিককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ক্রেন অপারেটরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

টিটি/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।