চট্টগ্রামে ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

নগরের নিউমার্কেট এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নিউমার্কেট পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। একই সঙ্গে স্টেশন রোডে জেলা প্রশাসনের সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে চসিক।

অভিযানে ফুটপাতে গড়ে তোলা বিপুলসংখ্যক সেমিপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ২০০ সদস্য, র্যাব-৭ এর ৩০ সদস্য, ২০০ শ্রমিক, আনসার ও চসিকের নিরাপত্তাকর্মীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ‘নগরের ব্যস্ততম এলাকাগুলোর ফুটপাত অবৈধভাবে দখলে রাখায় পথচারীরা দুর্ভোগ পোহান। তাই আমরা ফুটপাথ দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আজ নিউমার্কেট এলাকার ফুটপাথ দখলমুক্ত করবো। ধারাবাহিকভাবে পুরো চট্টগ্রামে এ উচ্ছেদ অভিযান চালানো হবে।’

jagonews24
ফাইল ছবি

তিনি বলেন, ‘উচ্ছেদের পর এগুলো যাতে আবার দখল না হয় তা নিশ্চিত করতে এ এলাকায় নিয়মিত টহল থাকবে। উচ্ছেদ শেষের সাথে সাথে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে।’

তবে চট্টগ্রাম মহানগর হকার সমিতির সহ-ক্রীড়া সম্পাদক মো. মাসুম বলেন, ‘এখানে প্রায় ২০ হাজার হকার ব্যবসা করেন। সামনে রমজান মাস ৷ এর মধ্যে কোনো কথাবার্তা ছাড়াই এমন উচ্ছেদ অভিযান চালিয়ে ২০ হাজার মানুষকে বেকার করে দেওয়া হলো!’

এটিকে রাজনৈতিক দ্বন্দ্ব ইঙ্গিত করে হকার সমিতির এই নেতা বলেন, ‘চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন আমাদের সঙ্গে বসেছেন। তিনি বলেছেন দুপুর ২টা থেকে বসার জন্য। আমরা সে অনুযায়ী ব্যবসা করছি। কখনো কোনো সমস্যা হলে নাছির ভাই আমাদের ডেকে বসে সমাধান করেছেন। বর্তমান মেয়র রেজাউল করিম আমাদের সঙ্গে বসেননি। না বসে আচমকা উচ্ছেদ করেছেন। উনি আমাদের সঙ্গে বসতে পারতেন। একটা দিকনির্দেশনা দিতে পারতেন।’

চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, ‘রাজনৈতিক দ্বন্দ্ব নয়, অবৈধভাবে দোকানপাট, অননুমোদিত স্থাপনা গড়ে পথচারীদের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি হচ্ছে। তাই অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এএজেড/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।