চট্টগ্রামে জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মার্কেটের হাজী নূর সোবহান স্টোরের গুদামে প্রথম আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে সবখানে। এসময় ধোঁয়া আচ্ছন্ন হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাগো নিউজকে বলেন, আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারি এসি থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে বেরিয়ে আসবে বিষয়টি।

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সচিব মোহাম্মদ ইব্রাহীম বলেন, আগুনে ঈদের জন্য আনা থ্রি পিস, পর্দা ও বেডশিটসহ নানান কাপড় পুড়ে গেছে। আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

আবু আজাদ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।