বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চার দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন ও স্লোভেনিয়ার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতদের দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ক আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনবল নেওয়ার জন্য মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ এমডি হাশিমর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলে তা গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস প্রদান করেন তিনি। প্রতিমন্ত্রী দেশের জনবলকে কারিগরি দিকে আরও দক্ষ ও প্রশিক্ষিত করার বিষয়ে আলোকপাত করেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহর সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু পাট, চামড়াজাতপণ্যসহ ওষুধ রপ্তানি সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের বাণিজ্যবিষয়ক প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক দ্রুত সমাধানের আগ্রহ প্রকাশ করেন।

অপরদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী ঢাকা শহরের জন্য পরিবেশবান্ধব স্ক্যানিয়া-ভলবো গাড়ির জন্য সুইডেনের রাষ্ট্রদূত এলেক্সান্ড্রা বার্গ ভন লিন্ডের কাছে আগ্রহ প্রকাশ করেন। এরপর স্লোভেনিয়ার রাষ্ট্রদূত মাতেজা ভোদেব ঘোষের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

আইএইচআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।