অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪

নোয়াখালীতে যৌতুকের জন্যে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার ঘটনায় ঘাতক স্বামী ইয়াছিন মাহমুদ ওরফে বেলালকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৯ জানুয়ারি) নগরীর বন্দর থানার পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব৭। গ্রেফতার বেলাল নোয়াখালী জেলার হাতিয়া থানার আলী বাজার বয়ারচর গ্রামের আবুল বাশার ওরফে আবুল কালামের ছেলে।

র‌্যাব জানিয়েছে, ২০২০ সালের ২৬ জুন সুমী আকতার নামের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় বেলালের। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে স্বামী ইয়াছিন মাহমুদ বেলাল ভিকটিমের পরিবার থেকে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। প্রথম দফায় এক লাখ টাকা দেওয়ার পরে আবারও দুই লাখ টাকা যৌতুক দাবি করেন বেলাল। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ২০২২ সালের ৩ জুলাই সুমী আক্তারকে মারধর করে হত্যা করা হয়। ওইসময় সুমী আক্তার ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা হাতিয়া থানায় মামলা করেন। মামলার পর থেকে ঘাতক স্বামী আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বেলালকে গ্রেফতার করা হয়।

এমডিআইএইচ/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।